এদিন তিনি বলেন এর আগেও বৃষ্টি হলে পরে জল জমে থাকত শহর জুড়ে। কিন্তু সেই সময়কার পৌর প্রশাসন তৈরি করি জল নামানোর ব্যবস্থা করত। কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান কে অপসারণের পর থেকে কার্যত শহর জুড়ে অচলাবস্থা। রাতের বৃষ্টিতে কার্য তো গোটা শহরের রাস্তাঘাট জলের তলায়। ড্রেনের ময়লা নোংরা উপচে উঠেছে রাস্তায়। জল না সরানোর ফলে বন্ধ করে দেওয়া হয়েছে শহরের দুটি মেয়েদের স্কুল। প্রায় সমস্ত ওয়ার্ডের বাসিন্দাদেরই ভোগান্তি।তৃণমূল কংগ্রেসকে ক্ষোভ উগরে দিলেন কংগ্রেস নেতা।