বোলপুরের শ্যামবাটি যুব সমিতির এবছর তাদের ৫২ তম বর্ষের দুর্গাপুজো। এ বছর তাদের থিম “আলোর অন্বেষণে”। এই বিশেষ থিমের মধ্য দিয়ে তারা সমাজকে একটি গভীর বার্তা দিতে চাইছে,আজকের অন্ধকার সময়ে আলো খুঁজে পাওয়ার প্রত্যাশা ও ইতিবাচকতার আহ্বান। আজ ২৮ শে সেপ্টেম্বর আনুমানিক রাত ৮ টা নাগাদ ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, বর্তমানে চারপাশে নানান অমানবিক ঘটনা, অন্ধকার ও নেতিবাচকতার মাঝেও মানুষকে আলো দেখানোর প্রয়াসেই এই থিম বেছে নেওয়া হয়েছে। তাদের বিশ্বাস, এই আলোর বার্তা সম