মৃতের নাম শিশিরকুমার রানা(৬০)। দিনকয়েক আগে বনগ্রামে রাস্তা দিয়ে হেঁটে আসার সময় তাঁর বাঁ পায়ে সাপে কামড়ায়। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। শুক্রবার গভীর রাতে তিনি মারা যান। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে শনিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠায় বর্ধমান মেডিকেলে।