ভাগীরথী নদী থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। রবিবার সকাল আনুমানিক সাড়ে দশটা নাগাদ ইংলিশ বাজার এবং কালিয়াচক থানার মাঝামাঝি বনটোলা এলাকায় ভাগীরথী নদী থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ। তবে উদ্ধার হওয়া ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। সেই সঙ্গে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ খুন করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে ওই ব্যক্তির দেহ।