বৃহস্পতিবার সন্ধ্যয় মেলাঘর ঠাকুরপাড়াস্থিত নেতাজী সংঘের গনেশ পূজায় অংশ গ্রহণ করেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেলাঘর পুর পরিষদের চেয়ারপার্সন অনামিকা ঘোষপাল রায় ,প্রাক্তন চেয়ারপার্সন উত্তম দাস , সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত ,ক্লাবটির অন্যতম কর্মকর্তা সুপাঙ্ক সরকার প্রমুখ। গনেশ পূজা উপলক্ষে অর্থনৈতিক ভাবে