রাতের অন্ধকারে দুষ্কৃতী হামলায় নিজের বাড়িতেই খুন 55 বছরের মহিলা। ঘটনায় তীব্র চাঞ্চল্য কামগাছিতে। সূত্রের খবর, তাহেরপুর থানার কামগাছি এলাকার বাসিন্দা শঙ্করী শর্মা নামের 55 বছরের এক বৃদ্ধা বৃহস্পতিবার রাতে বাড়িতে একাই ছিলেন। অভিযোগ, গভীর রাতে কিছু দুষ্কৃতী তার বাড়ীতে ঢুকে চুরি করে। অভিযোগ, চুরি করে পালানোর সময় ওই মহিলা চোরেদের বাধা দিলে তারা তার ওপর চড়াও হয় ও ধারালো অস্ত্র দিয়ে মারধর করে। পরে ওই মহিলার চিৎকারে প্রতিবেশিরা ছুটে এলে পালিয়ে যায় দুষ্কৃতীরা।