খড়গপুর মহকুমা হাসপাতালের বাইরের প্রধান রাস্তা সহ শহরের বিভিন্ন রাস্তায় জমেছে জল, রাস্তার ওপর জল জমে একপ্রকার পুকুরে পরিণত হয়েছে রাস্তা। সাধারণ মানুষ ওই জল পেরিয়েই যাতায়াত করছেন। জল পেরিয়ে যাতায়াত করছে হাসপাতালের এম্বুলেন্সও। সাধারণ মানুষের অভিযোগ, এই সমস্যা খড়্গপুরের দীর্ঘদিনের, এটা দীঘা না দীঘার সমুদ্র বোঝা মুশকিল।