খয়রাশোল ব্লকের লোকপুর থানার বামুনিবহাল গ্রামে অতি বৃষ্টির ফলে প্রধান রাস্তার গর্ত ও জলজটের কারণে চলাচলে চরম অসুবিধা হচ্ছিল। এ অবস্থায় সরকারি সাহায্যের অপেক্ষা না করে সোমবার প্রায় ২০-৩০ জন যুবক স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারের কাজে নামেন। কোদাল ও চাকুলি নিয়ে মাটি ফেলে গর্ত পূরণ করে রাস্তা মেরামত করেন তারা। উদ্যোক্তাদের বক্তব্য, ছোট ছোট কাজের জন্য সরকারি মুখাপেক্ষী না থেকে সমাজসেবামূলক কাজে যুবসমাজকে এগিয়ে আসা উচিত।