মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে রক্তদান শিবির হল খাতরায়। নিমাইসেনা ও খাতড়া মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টারের উদ্যোগে খাতড়ার একটি বেসরকারি লজে বৃহস্পতিবার রক্তদান শিবির অনুষ্ঠিত হল। উল্লেখযোগ্যভাবে এই শিবিরে ৫৯ বছরের এক ব্যক্তি ১০০ বার রক্ত দিয়ে নজির গড়েন। শিবির শেষে উদ্যোক্তাদের তরফে জানা যায় শিবিরের ৭জন মহিলা সহ ১০৭ জন রক্ত দান করেন রক্ত সংগ্রহ করেন খাতড়া মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টারের কর্মীরা।