ভূতনিতে সেচ দপ্তরের তরফে করা নতুন বাঁধ জুড়ে ভাঙ্গন শুরু হতেই মানুষের মধ্যে তীব্র আতঙ্ক। বাঁধের একাধিক এলাকায় ধ্বস নেমেছে। বাঁধ গঙ্গা গর্ভে তলিয়ে যাচ্ছে আর এমন পরিস্থিতিকে কেন্দ্র করে মানুষের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হচ্ছে। এই বাঁধ ভাঙলে গোটা ভুতনি প্লাবিত হবে লক্ষাধিক মানুষ সমস্যায় পড়বে। তবে ভগ্নাটকে সেচ দপ্তরের কাজ হলেও সেটিতেও কোন রক্ষা হচ্ছে না। এমত অবস্থায় এলাকার বাসিন্দারা গঙ্গার দাপট দমাতে ভাঙ্গন গ্রস্ত বাঁধে বাঁশ দিয়ে আটকানোর চেষ্টা করছে।