সিমলাগর জি টি রোডের প্রতিবাদ মিছিল করল বিজেপি পান্ডুয়া মণ্ডল একের পক্ষ থেকে। মিছিল শেষে আজ বুধবার রাত নটা নাগাদ বিজেপি পান্ডুয়া মন্ডল একের মন্ডল সভাপতি সুব্রত দেওয়ান জানান এদিন সিমলাগড়ের স্টেশন সংলগ্ন বিজেপির মন্ডল কার্যালয় থেকে এই মিছিল বের হয়ে শিমলাগর জি টি রোড দিয়ে সিমলাগড় বাজার এলাকায় প্রদক্ষিণ করে। জানা যায় ভাষা আন্দোলনের মঞ্চ ভেঙে দিয়েছে সেনারা যার প্রতিবাদের রাজ্য জুড়ে তৃণমূল প্রতিবাদ,,