উত্তরবঙ্গবাসীকে বিপদজনক আবহাওয়া সহ ভুটানের আগাম খবর দিতে কাজ করছে বিশেষ র্যাডার। সোমবার বিকেলে জলপাইগুড়ি গোশালা স্থিত কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাড মেট্রোলজিকাল অফিসে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে এমনটাই জানালেন সংস্থার মহানির্দেশক মৃত্যুঞ্জয় মহাপাত্র। এই বিশেষ র্যাডারের সাহায্যে মেঘের সর্বশেষ গতিবিধির ওপর যেমন পর্যবেক্ষণ করা হয়,এরই সঙ্গে এক থেকে দু ঘণ্টার মধ্যে কি ঘটতে যাচ্ছে সেটির সঠিক অনুমান করা সম্ভব হয়। সারা দেশ জুড়ে এমন ৫৩ টি