সরকারি ভাতায় বড়সড় জালিয়াতির অভিযোগ উঠেছে মালদায়। আধার কার্ড তৈরি নামে নথি নিয়ে নুতুন অ্যাকাউন্ট তৈরি, এরপর সেই একাউন্টে বার্ধক্য ভাতার টাকা ক্রেডিট হতেই টাকা উধাও।একাধিক ব্যক্তির একাউন্টেই ২৭-২৮ বার ১ হাজার করে টাকা ক্রেডিট করা হয়েছে।ঘটনা সামনে আসতেই বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন উপভোক্তারা। যদিও এই ঘটনায় প্রতারক জাকির শরীফ এলাকা ছেড়ে চম্পট দেন। প্রতারণা চক্র সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে রতুয়া ২ নং ব্লকের মাগুরা এলাকা।প্রশাসনের দ্বারস্থ।