দুর্গাপুরের মেনগেট কাদারোড অঞ্চলে 'ঈদ-এ-মিলাদুন-নবী' উপলক্ষে তানজিম মিলন কমিটি এই উপলক্ষে শোভাযাত্রা আয়োজন করে শুক্রবার দুপুর ১২:৩০ টায় এবং তানজিম মিলন কমিটির সভাপতি তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি এর সহ-সভাপতি তরুণ রায়কে সম্মান জানিয়ে কুফি পরান আলাউদ্দিন খান ও মোঃ নাসিম। উল্লেখ্য তরুণ রায় তানজিম মিলন কমিটি সভাপতি রূপে গত কুড়ি বছর ধরে আছেন, এই নবী দিবসে ওই এলাকার বিভিন্ন শোভাযাত্রা এক জায়গায় মিলিত হয় সমগ্র শোভাযাত্রা মেইনগেট মূল মসজিদে