প্রথম খণ্ড মর্ণেয়া এলাকায় একটি বাড়ি থেকে ১৯৯ কেজি গাঁজা উদ্ধার ও মহিলা গ্রেফতার। শুক্রবার দুপুর ১:৪০ মিনিট নাগাদ সাহেবগঞ্জ থানার পুলিশ এই তথ্য নিশ্চিত করেন। জানা গেছে গোপন সূত্রে তথ্যের ভিত্তিতে গতকাল রাতে বিশেষ অভিযান চালিয়ে বুড়িরহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রথম খণ্ড মর্ণেয়া এলাকার শ্যামল বর্মনের বাড়ি থেকে ১৯৯ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয় এবং তার স্ত্রী শ্যামলী বর্মন কে গ্রেফতার করে পুলিশ। যদিও বাড়ির মালিক শ্যামল বর্মন পলাতক বলে জানা গেছে।