জাতীয় সড়কের উপর পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন দুই ব্যক্তি। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ৯:৩০ মিনিট নাগাদ খড়গপুর বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের বেলদা থানার নেকুড়সেনী এলাকায়। জানা গিয়েছে দিন বাড়ি থেকে বেরিয়ে কাজে যাওয়ার পথে কোন এক অজানা গাড়ি ধাক্কায় গুরুতর আহত হন ওই দুই ব্যক্তি আহত দুই ব্যক্তির নাম বিরম হেমরম ও অচিন্ত্য সাহু।