ঘটনাটি মঙ্গলবার রাতের ঘটনা এবং বুধবার এ বিষয়ে স্থানীয়রা প্রতিক্রিয়া দেন। জানা গেছে স্থানীয় বাসিন্দা মহির উদ্দিন মিয়ার মুরগির ফার্ম থেকে অপর এক ব্যক্তি মুরগী কিনে ছোট চাকার গাড়িতে নিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে রাস্তায় ধ্বস নামে এবং মুরগি বোঝাই গাড়িটি পুকুরের জলে ডুবে যায়। চালক এবং খালাসী অনুমতি বাঁচলেও মুরগিগুলোকে বাঁচানো সম্ভব হয়নি। এতে প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছিল বলে জানা যায়।