পঞ্চায়েতের বিরুদ্ধে অবৈধ টোল আদায়ের অভিযোগ,প্রতিবাদে একলক্ষী ব্রিজে অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের,তাঁদের দাবি,রামকৃষ্ণ সেতু বন্ধ থাকায় গোঘাট থেকে বর্ধমান একলক্ষী ব্রিজ দিয়ে গাড়ি যাতায়াত করছে।অভিযোগ,সেই সুযোগে উচালন পঞ্চায়েত অবৈধ ভাবে অতিরিক্ত টোল আদায় করছে।প্রতিবাদে এদিন একলক্ষী ব্রিজে অবরোধ শুরু করে স্থানীয়রা।ব্যাপক যানজটের সৃষ্টি হয়।ঘন্টার পর ঘন্টা আটকে থাকে মানুষ।গোঘাট থানার পুলিশ এবং মাধবডিহি থানার পুলিশ এলেও 12 টা নাগাদ অবরোধ চলতে দেখা যায়।