পুজোর আগে অত্যাধুনিক সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে পুরুলিয়া জেলা । দুষ্কৃতীমূলক কার্যকলাপ রুখতে এই পদক্ষেপ জেলা পুলিশের । আজ পুলিশ দিবসে এই সিসি ক্যমেরার উদ্বোধন করলেন এস পি অফিস এ পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জী। মোট ২৩ টি থানার এলাকায় বিভিন্ন গুরুত্বপুর্ন রাস্তা থেকে শুরু করে ঝাড়খণ্ড সীমানা এলাকায়, জেলার বিভিন্ন গ্রাম্য রাস্তায় ৪৬৯ টি সিসি ক্যামেরা লাগানো হলো । জেলা পুলিশ সুপারকার্যালয়ের কন্ট্রোল রুম থেকে ২৪x৭ নজরদারি চালানো হবে।