তৃণমূলের যোগদান নির্দল গ্রাম পঞ্চায়েতের সদস্যার। সোমবার জয়পুর ব্লকের ঘাঘরা অঞ্চলের গ্রাম পঞ্চায়েত মাঠ সংলগ্ন এলাকায়। ব্লকের বড়কিটাঁড় সংসদের টোলা শিমুলটাঁড় গ্রামের নির্দল গ্রাম পঞ্চায়েত সদস্যা সবিতা কিস্কু তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তাঁর সঙ্গে আরও প্রায় ৫০ জন সমর্থকও ঘাসফুল শিবিরে নাম লেখান। ছিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মেঘদূত মাহাতো, জয়পুর ব্লক তৃণমূল সভাপতি রাজাবাবু আনসারীসহ নেতৃত্ব