খেলা দেখতে গিয়ে বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে গুরুতর আহত এক যুবক, ঘটনা ধর্মনগর মহকুমার আনন্দবাজারে জীবন ত্রিপুরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। আহত যুবকের নাম মহন্ত গৌড় (২৪) পিতা শম্ভু গৌড় বাড়ি হাফলং ৩নং ওয়ার্ড় এলাকায়। সে মাথা ও পাঁয়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।