Deganga, North Twenty Four Parganas | Aug 24, 2025
এক সপ্তাহ ধরে ভাগবত পাঠের পর নগর পরিক্রমা করল বেড়াচাঁপা গৌড়ীয় মঠ। রবিবার সকাল সাতটা নাগাদ বেড়াচাঁপা গৌড়ীয় মঠ থেকে পরিক্রমা শুরু হয়ে অম্বিকা নগরে আসে। পরে সেখান থেকে আবার বেড়াচাঁপা গৌরীয় মঠে গিয়ে সকাল ন'টা নাগাদ পরিক্রমা শেষ হয়। এ দিনের নগর পরিক্রমায় প্রচুর ভক্ত অংশ নেন। এদিন ভক্তদের মধ্যে প্রসাদও বিলি করা হয়। এদিনের পরিক্রমা যাতে নির্বিঘ্নে শেষ হয় তার জন্য প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তার ব্যবস্থা ছিল।