পুরুলিয়া দু নম্বর ব্লকে আজকে "আমাদের পাড়া, আমাদের সমাধান" কর্মসূচির ক্যাম্প চলছে রাঘবপুর গ্রাম পঞ্চায়েতের গেঙ্গাড়া হাই স্কুলে । আজ দুপুরে ওই ক্যাম্পে যান বি ডি ও বাপি ধর । তিনি নিজে এলাকার মানুষদের সঙ্গে কথা বলে এই ক্যাম্পের মাধ্যমে কিভাবে তাদের চাহিদা এবং আবেদনের ভিত্তিতে পরিষেবা পেতে পারেন সে দিকগুলি সবিস্তার তুলে ধরেন ।