কোচবিহার জেলা পুলিশ সুপার জানান, গত ২০২৩সালে কোচবিহার শ্যামাপ্রসাদ পল্লী এলাকার ভীম সরকার নামে এক ব্যক্তি টাকাগাছের তাপস সরকারের সাথে পুরনো বিবাদের জেরে তাকে টিউবয়েলের হ্যান্ডেল দিয়ে মেরে গুরুতর আঘাত করে। এই ঘটনায় আহতের মৃত্যু হয়। ঘটনার দিনই নিহত ব্যক্তির স্ত্রীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয় কোচবিহার কোতোয়ালি থানায়। সেই মামলার কোচবিহার দায়রা জজ অভিযুক্ত ভীম সরকারকে দোষী সাব্যস্ত করে আজীবন কারাদণ্ডের সাথে এক লক্ষ টাকার জরিমানার সাজা ঘোষণা করেছেন।