খয়রাশোলের পাঁচরা রেলওয়ে সংলগ্ন এলাকায় পাঁচ লক্ষ টাকার জাল লটারি সহ ধৃত এক ব্যক্তি। শুক্রবার দিন পুলিশ পাঁচ লক্ষ টাকার জাল লটারির টিকিটসহ হরিদাস গোপ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। জানা যায়, ধৃত ওই টিকিট পশ্চিম বর্ধমানের পল্টু সিং-এর কাছ থেকে সংগ্রহ করে এলাকায় বিক্রির পরিকল্পনা করছিল। পল্টু সিং গা-ঢাকা দিয়েছে। ধৃতের বিরুদ্ধে মামলা রুজু করে শুক্রবার দুপুর দুটো নাগাদ দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠান।