গত কয়েকদিন ধরে পানীয় জলের চরম সংকট দেখা দিয়েছে কাঁকসার গোপালপুরের একাংশে।পানীয় জলের ট্যাপ থেকে বের হোচ্ছে ঘোলাটে,জল।কোথাও কোথাও কাদা জল বের হওয়ার অভিযোগ।স্থানীয়দের অভিযোগ পানীয় জলের জায়গায় যে জল বের হোচ্ছে তা ব্যবহারের অযোগ্য।প্রশাসনের পক্ষ থেকে জলের ট্যাঙ্কের কোনো ব্যবস্থা করা হয় নি।যার কারণে পানীয় জলের চরম সংকট দেখা দিয়েছে।পানীয় জলের জন্য দূরে যেতে হোচ্ছে।প্রশাসন যাতে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।সেই বিষয়ে আবেদন জানিয়েছেন এলাকার মানুষ।