সিপিআইএম এর পাড়া ১ ,২ ও ৩ নং এরিয়া কমিটির ডাকে বিভিন্ন দাবিতে পাড়া ব্লক অফিস অভিযান ও ডেপুটেশন কর্মসূচি পালন করা হলো। মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ পাড়া সিপিআইএম এর দলীয় কার্যালয় থেকে মিছিল করে পাড়া ব্লক অফিস পর্যন্ত আসা হয়। ব্লকের গেটে পুলিশি বাধার সম্মুখীন হলে পরিস্থিতি সামান্য উত্তপ্ত হয়। তার পরে সিপিআইএম এর ছয় জনের একটি প্রতিনিধি দল পাড়া ব্লকের বিডিওর সাথে আলোচনায় বসেন ও ডেপুটেশন প্রদান করা হয়। তাদের দাবি গুলি ছিল অবিলম্বে ১০০ দিনের কাজ চালু