মৃত ছাত্রীর নাম অম্বিকা কীর্তনীয়া( ১৬ )।বাড়ি ভাতার থানার নবাবনগর সাহেবগঞ্জ এলাকায়। সপ্তাহ দুয়েক আগে সে বাড়িতে কীটনাশক খাই।তাকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে ভর্তি হয়।গতকাল গভীর রাতে তার মৃত্যু হয়।আজ বর্ধমান মেডিকেলে ময়নাতদন্ত হয়।অম্বিকা খুব কম সময় পড়াশোনা করত।তার জন্য তার বাবা তাকে বকাবকি করতো।সপ্তাহ দুয়েক আগে বাবা পড়াশোনা নিয়ে তাকে বলে শুধু টিউশন পড়া করলে হবে না বাড়িতেও পড়তে হবে।কিন্তু সে ঘুমোনোর জন্য পড়াশোনা ঠিক ভাবে করত না।সেই নিয়ে বাবা বকাবকি করে