বিলোনিয়া বিধানসভায় কেন্দ্রে যোগদান অব্যাহত রইলো । সিপিআইএমের ঘরে থাবা বসিয়ে দলীয় কর্মীদের ঘরে তুলে নিতে ব্যাস্ত বিজেপি নেতৃত্বরা । গতকালের পর আজ আবার দীর্ঘদিনের সিপিএম কর্মী তিন পরিবারের 14 জন ভোটার সিপিএম দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করে। বিলোনিয়া বিধানসভার অন্তর্গত পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের ৪২ নম্বর বুথে শনিবার বিকেল চারটা নাগাদ অনুষ্ঠিত হয় এই যোগদান সভা। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন মন্ডল সভাপতি সায়ন্তন দত্ত সহ