কুলটি স্টেশন থেকে আজ থেকে পাটনা-ধানবাদ ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনে স্টপেজ করা হলো, ঝান্ডা দেখিয়ে রওনা করলেন বিধায়ক পশ্চিম বর্ধমান জেলা কুলটি বিধানসভার বিজেপি বিধায়ক গত দুই দিন আগে সাংবাদিক সম্মেলন করে জানান যে রেল মন্ত্রীর কাছে এলাকার সমস্যার কথা তুলে ধরেন এবং কুলটি বিধানসভার বারাকার, কুলটি এবং সীতারামপুর স্টেশন পাটনা যাওয়ার জন্য এক্সপ্রেস ট্রেনের স্টপেজের ব্যবস্থা করা হোক। রেল মন্ত্রীর আশ্বাসে আজ থেকে কুলটি স্টেশন শুরু হলো পাটনা ধানবাদ ইন্টারসিটি এক্সপ্