গতকাল কলকাতার মেয়ো রোডে ধর্ণা মঞ্চ ভেঙ্গে দেওয়া হয় ভারতীয় সেনার তরফে। সেই ঘটনা নিয়ে প্রতিবাদ জানাতে আজ ২ রা সেপ্টেম্বর আনুমানিক বিকেলের দিকে বোলপুর শহর তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষকে আকৃষ্ট করেছিল। অংশগ্রহণকারীরা স্লোগান দিয়ে ভাষা সন্ত্রাসের প্রতিবাদ জানিয়েছেন এবং বাংলার সাংস্কৃতিক মর্যাদা রক্ষার আহ্বান জানিয়েছেন।