মুখ্যমন্ত্রীর পাশাপাশি পূর্ব বর্ধমানের জেলা শাসক ও মন্ত্রীর বিরুদ্ধে তুমুল ক্ষোভ প্রকাশ করলেন ভারত জাকাত মাঝি পারগানা মহলের রাজ্য সভাপতি বিজয়চন্দ্র সরেন। তিনি মন্ত্রী স্বপন দেবনাথকে নির্বাচনে ক্ষমতাচ্যুত করে দেওয়ারও ইঙ্গিত দেন। শনিবার আউশগ্রাম থানায় ডেপুটেশন দেয় ভারত জাকাত মাঝি পারগানা মহল নামের একটি আদিবাসী সংগঠন। তাদের দাবি এই সংগঠনের নাম ব্যবহার করে কিছু মানুষ অনৈতিক কার্যকলাপ করে চলেছে।