Mathurapur 2, South Twenty Four Parganas | Sep 2, 2025
রায়দিঘি বিধানসভার মথুরাপুর দু'নম্বর ব্লকের শ্রীফল তলা মুসলমান পাড়া এলাকায় পুকুর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করলো রায়দিঘি থানার পুলিশ । স্থানীয় সূত্রে জানা যায় রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় এক যুবক দেখতে পায় পুকুরের মধ্যে একটি দেহ ভাসতে তৎক্ষণাৎ চেঁচামেচি করায় গ্রামের লোকজন এসে উপস্থিত হয় পুকুর পাড়ে খবর চাউর হতে ঘটনাস্থলে এসে পৌঁছান রায়দিঘি থানার পুলিশ ।পুলিশ দেহটি উদ্ধার করার পর চিহ্নিত করে জানা যায় যে ওই ব্যক্তির নাম মনতাজ মোল্লা বাড়ি শ্রীফলত