বিরল রোগ কালাজর হদিস মিলল এবার ওন্দা এলাকার পাথর পুকুর গ্রামে। স্বাস্থ্য দপ্তর সূত্রে শেষ পাওয়া খবর জানা গেছে এই রোগে আক্রান্ত সংখ্যা এখনো একজন।এই গ্রামে পঁচিশ থেকে ত্রিশ টি আদিবাসী পরিবারের বসবাস।সেই গ্রামে এই রোগে আক্রান্ত কথা জানা মাত্রই দুশ্চিন্তায় ভুগছেন গোটা গ্রাম। এই ব্যক্তি বেশ কিছুদিন ধরেই জর ভুগছিলেন , রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার পর এই রোগে আক্রান্ত টা জানা যায়। বর্তমানে তিনি ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।