সারপ্রাইজ ভিজিটে গিয়ে কর্তৃপক্ষের সাড়া না পেয়ে ভাতারে কৃষি সমবায় সমিতির অফিস সিল করে দিয়ে গেলেন মহকুমা খাদ্য আধিকারিক। রবিবার ৫:৫০ মিনিটে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য। পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে রয়েছে ভাতার কৃষি সমবায় সমিতি। আজ অর্থাৎ রবিবার মহকুমা খাদ্য আধিকারিক দীপক মণ্ডল ভাতার থানার পুলিশবাহিনী সঙ্গে নিয়ে ভাতার সমবায় শষ্য উৎপাদন ও বিপনন সমিতি লিমিটেড অফিস সিল করে দিয়ে যান ।