Barasat 1, North Twenty Four Parganas | Sep 5, 2025
বারাসাতে মহাসড়ম্বরে পালিত হল বিশ্ব নবী দিবস সারা দেশের পাশাপাশি উত্তর ২৪ পরগনা জেলায় বারাসাতেও মহাসড়ম্বরে পালিত হলো বিশ্ব নবী দিবস। এদিন শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ একত্রিত হয়ে বিশাল পদযাত্রার আয়োজন করে। বারাসাতে কাজীপাড়া থেকে শুরু করে বারাসাত শহর পরিক্রমা করে পুনরায় কাজীপাড়া এসে পদযাত্রাটি শেষ হয়। আজ দুপুর একটা নাগাদ সেই ছবি তুলে ধরলাম আমাদের ক্যামেরা