দশমী উপলক্ষে গঙ্গারামপুর পৌরসভার একাধিক পুজো উদ্যোক্তা প্রতিমা নিরঞ্জনের জন্য সমবেত হলেন গঙ্গারামপুর নিউমার্কেট সংলগ্ন পুনর্ভবা নদীর ঘাটে। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে ভিড় লক্ষ্য করা গেল পুনর্ভবা নদীর ঘাটে। বহু বছর ধরে এই ঘাটে পৌরসভার পক্ষ থেকে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে প্রতিমা নিরঞ্জনের বিশেষ ব্যবস্থা করা হয়। এবছরও সেই ব্যবস্থার মধ্য দিয়েই সম্পন্ন হয় প্রতিমা বিসর্জনের পর্ব। নিরাপত্তা ও শৃঙ্খলার দিকে নজর রাখতে নদীর ঘাটে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌ