Download Now Banner

This browser does not support the video element.

বিনপুর ২: টানা বৃষ্টিপাতের কারণে ডুবল এঁঠালার কজওয়ে, বিচ্ছিন্ন ঝাড়গ্রাম ও বাঁকুড়ার যোগাযোগ ব্যবস্থা

Binpur 2, Jhargam | Aug 23, 2025
টানা বৃষ্টিপাতের কারণে ডুবল এঁঠালার কজওয়ে বিচ্ছিন্ন ঝাড়গ্রাম ও বাঁকুড়ার যোগাযোগ ব্যবস্থা। শনিবার দুপুর নাগাদ এমনি চিত্র লক্ষ্য করা যায়। জানা গেছে নিম্নচাপের জেরে গত দুদিনের টানা বৃষ্টিপাতের কারণে জলস্তর বৃদ্ধি পায় তারাফেনী নদীর। নদীর জল বাড়তেই বিনপুর 2 ব্লকের এঁঠালার কজওয়ের উপর দিয়ে প্রবল স্রোতে বইতে থাকে তারাফেনী নদীর জল। বিচ্ছিন্ন হয় পড়শী জেলা বাঁকুড়ার সঙ্গে ঝাড়গ্রাম জেলার যোগাযোগ ব্যবস্থা। কজওয়ের দুইপাশেই দাঁড়িয়ে পড়ে যানবাহন।
Read More News
T & CPrivacy PolicyContact Us