বুধবার প্রাপ্ত খবরে জানা গেছে,গতকাল রাতে শ্রীভূমি শহর সংলগ্ন গিরিশগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এই ভয়াবহ অগ্নিকান্ডের ফলে সাদারাশি গ্রামের নীলকমল দাসের দোকানের ভিতরে থাকা দুটি ইলেকট্রিক অটো দুটি ইরিক্সা সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া ওই দোকানের পাশে থাকা প্রদীপ দাসের টেইলারিং এর দোকানে আগুন লাগে ৭/৮ টি টেইলারিং এর মেশিনসহ সব ধরনের কাপড়চোপড় জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এতে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।