দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর থানার পক্ষ থেকে আজ করা হলো রক্তদান শিবির উক্ত রক্তদান শিবিরে উপস্থিত অ্যাডিশনাল জোনাল কোস্তুভ রায় আচারিয়া, সাগরের সমস্ত ইউনিয়ন আধিকারিক কানাইয়া কুমার রায়, সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বামীনা বিবি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি স্বপন কুমার প্রধান সহ বিশিষ্ট ব্যক্তিরা।।