মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনের চতুর্থ সম্মেলনকে সফল করতে এক পথ সভার আয়োজন করা হয় সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি নবদ্বীপ আঞ্চলিক কমিটির পক্ষ থেকে,আগামী ৩১ শে আগস্ট রাম সীতা পাড়া CPIM এর দলীয় কার্যালয় অমিয় বিনোদ ভবনে দিনভর অনুষ্ঠিত হবে নবদ্বীপ আঞ্চলিক কমিটির ৪র্থ সম্মেলন,এদিনের পথ সভায় উপস্থিত ছিলেন,সংগঠনের জেলা সভানেত্রী সিক্তা জোয়ারদার,নবদ্বীপ আঞ্চলিক কমিটির সভানেত্রী শিবানী সেন শর্মা,সম্পাদিকা কৃষ্ণা অধিকারী,জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শেখ সরিফা।