DYFI চূড়াইবাড়ি ষষ্ঠ অঞ্চল সম্মেলনের প্রকাশ্য সমাবেশে আলোচনা করছেন TYF কেন্দ্রীয় কমিটির সম্পাদক তথা DYFI সর্বভারতীয় নেতা কমরেড কুমুদ দেববর্মা, ৫৪- কুর্তি কদমতলা বিধানসভার বিধায়ক ইসলাম উদ্দিন l প্রকাশ্য সমাবেশে এসে বিজেপির যুব মোর্চার একজন সদস্য আব্দুল হামিদ DYFI এর সাদা পতাকা হাতে তুলে নিয়ে বামফ্রন্টের সাথে কাজ করার অঙ্গীকার বদ্ধ হন এবং নবাগত কমরেডকে বরণ করেন প্রাক্তন ছাত্র আন্দোলনের ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক অভিজিৎ দে l