অংকাই-লংকাই,তসলা বাঁধ ভাঙ্গন সংস্কারের প্রতিবাদী কর্মসূচিতে সফল জেলা যুব কংগ্রেস। আগামী দশ দিনের মধ্যে কাজের আশ্বাস বিভাগীয়দের। এ নিয়ে গভীর সন্তুষ প্রকাশ করেন প্রতিবাদীরা। তাদের প্রতিবাদে সমগ্র পূর্ব হাইলাকান্দি জেলাবাসীর বহু প্রতীক্ষিত দাবি সহ সমস্যার সুরাহা হবে বলে অভিমত তাদের। হাইলাকান্দি জেলা যুব কংগ্রেসের উদ্যোগে সোমবারে এক প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হলো। এতে প্লেকার্ড হাতে নিয়ে প্রতিবাদী শ্লোগান তুলেন তারা।