কংগ্রেসের প্রদেশ কার্যালয়ে হামলার প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ পথসভা নলহাটিতে। আজ বিকেলে পাঁচটা নাগাদ বীরভূমের নলহাটি শহরের রাম মন্দির মোড়ে প্রতিবাদ পথসভা করল কংগ্রেস কর্মী ও সমর্থকেরা। পরে রাস্তার উপরে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের দাবী কংগ্রেসের প্রদেশ কার্যালয়ে হামলায় জড়িতদের গ্রেফতারে করে দোষীদের শাস্তি দিতে হবে। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরভূম জেলা যুব কংগ্রেস সভাপতি নাসিরুল শেখ।