দীর্ঘ প্রায় নয় বছর পর রবিবার রাজ্যের সরকারি স্কুল গুলির শিক্ষক নিয়োগের প্রক্রিয়া হচ্ছে। ৩৫, ২৬০টি শূন্য পদের জন্য আজ রাজ্য জুড়ে পরীক্ষার আয়োজন করেছে স্কুল সার্ভিস কমিশন। তাতে স্কুল লেভেল সিলেকশন টেস্টে পূর্ব মেদিনীপুর জেলায় থেকে মোট পরীক্ষার্থী ৪০, ৪০০। যার মধ্যে নবম- দশমের জন্য পরীক্ষার্থী ২১, ২৫৫ জন পরীক্ষা দিচ্ছে। করা নিরাপত্তার মধ্যে হলদিয়া ও কলাঘাট দেউলা হাই স্কুল চিত্র ধরাপড়ল।