রায়গঞ্জের বেহাল পৌর পরিষেবার হাল ফেরাতে এবং অবিলম্বে পৌর নির্বাচনের দাবীতে পৌরসভা চলো কর্মসুচীর প্রচারে রায়গঞ্জে CPIM এর পথসভা। শুক্রবার সন্ধ্যায় CPIM রায়গঞ্জ এড়িয়া কমিটির সম্পাদক তীর্থ দাস বলেন, রায়গঞ্জ পৌরসভার বেহাল পরিষেবা বিরুদ্ধে এবং অবিলম্বে পৌর নির্বাচনের দাবীতে আমরা আগামী ১৫ সেপ্টেম্বর পৌরসভা চলো ডাক দিয়েছে CPIM, আমরা তাই সাধারণ মানুষের কাছে আমাদের বার্তা পৌছে দিতে রায়গঞ্জে বিভিন্ন যায়গায় পথসভা করছি। সাধারণ মানুষকে বলছি ১৫ ই সেপ্টেম্বর আপনারাও আসুন