এলাকার প্রাণী মিত্র ও সংঘ কো-অর্ডিনেটরদের এক দিবসীয় প্রশিক্ষণশালা ও কর্মশালার আয়োজন করা হলো পুরুলিয়া ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির মিটিং হলে । মূলত হাঁস মুরগি এবং ছাগলের চিকিৎসা পদ্ধতি এবং ঔষধ প্রয়োগ নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল । ব্লক প্রাণিসম্পদ বিকাশ বিভাগের (BLDO) আধিকারিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।