শনিবার দুপুর বারোটা নাগাদ পাড়া বিধানসভার বিজেপির পাড়া মন্ডল ৩ এর বহড়া অঞ্চলে বিস্তারক দ্বারা বুথ সদস্য ভেরিফিকেশন করা হল। পাশাপাশি বিভিন্ন আলোচনা করা হয়। জেলা বিজেপির সাধারণ সম্পাদক সদানন্দ বাউরী বলেন এই কর্মসূচি সমস্ত জেলা জুড়ে চলছে । এবং আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ স্তর গুলি কে ঢেলে সাজাতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক সদানন্দ বাউরী সহ বিজেপি নেতা সনাতন মাহাতো, তপন বাউরী, বনমালী বাউরী সহ অন্যান্যরা।