রঘু ডাকাত ছবির প্রমোশনে রায়গঞ্জে এলেন বাংলার সুপারস্টার দেব, উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। রবিবার সন্ধ্যায় রায়গঞ্জের সুরেব্দ্র নাথ কলেজের মাঠে টীম রঘু ডাকাতের সাথে মঞ্চে আসেন অভিনেতা দেব। সাথে ছিলেন ছবির ডাইরেক্টর ধ্রুব ব্যাণার্জী, অভিনেত্রী ইধিকা পাল সহ অন্যান্য কলাকুশলীরা। দীর্ঘ সময় বিভিন্ন ভাবে ফ্যানেদের জন্য মঞ্চ মাতান অভিনেতা দেব।