বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসন্ন। তার আগে দুর্গাপুজো নিয়ে সমন্বয় বৈঠক করা হল আউশগ্রাম-২ ব্লক অফিসে। মঙ্গলবার আনুমানিক দুপুর সাড়ে তিনটে নাগাদ ওই বৈঠকে উপস্থিত ছিলেন ব্লকের বিডিও চিন্ময় দাস, ছোড়া ফাঁড়ির ওসি রাহুল দাস সহ অনান্যরা। জানা গিয়েছে, আগামী ১৭ই সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে পুজোর অনুমতির জন্য আবেদন জানাতে পারবেন পুজো উদ্যোক্তারা। আর কিভাবে অনলাইনে আবেদন জানাবেন তার নানাবিধ দিক তুলে ধরে এদিন আলোচনা করা হয়।